IQNA

ভিডিও | প্যারিস থেকে স্পাইকার পর্যন্ত দায়েশ

11:53 - June 15, 2020
সংবাদ: 2610960
তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। প্যারিসে গণহত্যা এবং তথাকথিত “স্পাইকার” ঘটনায় ১৭০০ ইরাকি শিয়া শিক্ষার্থীদের হত্যাসহকারে অনেক ভারি অপরাধ এই সন্ত্রাসী গোষ্ঠী করেছে।

স্পাইকার এয়ার বেসে নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠী। ইরাকের তিরকিতে স্পাইকার এয়ার বেসে দায়েশের উগ্র সন্ত্রাসীরা ২০১৪ সালের ১১ থেকে ১৫ ই জুনের মধ্যে এই গণহত্যা চালায়।

হামলার সময় এই ঘাঁটিতে প্রায় ৪,০০০ নিরস্ত্র সামরিক শিক্ষার্থী ছিল। এরমধ্যে ১৭০০ নিরস্ত্র শিয়া শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়।

"স্ট্যান্ডিং টাইম হিয়ার" নামক নিচের ভিডিও ক্লিপটি জার্মানি ভাষায় ফিতরুস মিডিয়া প্রকাশ করেছে। এই ভিডিওয় দায়েশের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। স্পাইকার এয়ার বেসে ২০১৪ সালের ১২ জুনে ১৭০০ ইরাকি শিয়া শিক্ষার্থীদের হত্যারও কিছু চিত্র তুলে ধরা হয়েছে।

ইরাকি শিয়া শিক্ষার্থীদের ব্যাপক গণহত্যার কাহিনীর ডকুমেন্টারিটির পুরো ভিডিওটি জার্মানি ভাষায় রাষ্ট্র পরিচালিত নেটওয়ার্কগুলিতে সম্প্রচারিত হয়েছে এবং বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। iqna

captcha