স্পাইকার এয়ার বেসে নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠী। ইরাকের তিরকিতে স্পাইকার এয়ার বেসে দায়েশের উগ্র সন্ত্রাসীরা ২০১৪ সালের ১১ থেকে ১৫ ই জুনের মধ্যে এই গণহত্যা চালায়।
হামলার সময় এই ঘাঁটিতে প্রায় ৪,০০০ নিরস্ত্র সামরিক শিক্ষার্থী ছিল। এরমধ্যে ১৭০০ নিরস্ত্র শিয়া শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়।
"স্ট্যান্ডিং টাইম হিয়ার" নামক নিচের ভিডিও ক্লিপটি জার্মানি ভাষায় ফিতরুস মিডিয়া প্রকাশ করেছে। এই ভিডিওয় দায়েশের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। স্পাইকার এয়ার বেসে ২০১৪ সালের ১২ জুনে ১৭০০ ইরাকি শিয়া শিক্ষার্থীদের হত্যারও কিছু চিত্র তুলে ধরা হয়েছে।
ইরাকি শিয়া শিক্ষার্থীদের ব্যাপক গণহত্যার কাহিনীর ডকুমেন্টারিটির পুরো ভিডিওটি জার্মানি ভাষায় রাষ্ট্র পরিচালিত নেটওয়ার্কগুলিতে সম্প্রচারিত হয়েছে এবং বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। iqna